এক নজরে ইউডিসি
ইউডিসিঃ
• ২০১০ সালের ১১ই নভেম্বর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করা হয়।
• সারাদেশে ৪৫১৬ টি ইউআইএসসি (বর্তমান ইউডিসি) কার্যক্রম ইউনিয়ন পরিষদসমূহে পরিচালিত হচ্ছে।
• ৯০৩২ জন উদ্যোক্তারা সবাই আত্মনির্ভরশীল।
• বর্তমানে ইউডিসি থেকে ২৫০টিরও বেশি সরকারি-বেসরকারি ই-সেবা প্রদান করা হয়
• জেলা প্রশাসন তাদের নিজ তহবিল থেকে উদোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে।
অর্জিত সাফল্যসমূহঃ
• সরকারী এবং বেসরকারী সেবাসমূহ কম সময়ে এবং নির্বিঘ্নে পাওয়া নিশ্চত করণ।
• এ পর্যন্ত ইউডিসি সমূহে দেশের ৮ কোটি ৫০ লক্ষ নাগরিককে সেবা প্রদান করা হয়েছে। সেবা প্রদান করে
উদ্যোক্তারা ১৩২ কোটি টাকা উপার্জন করেছেন।
• ৩৬ মিলিয়ন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ইউডিসি মাধ্যমে প্রদান করা হয়েছে।
• ৩০ হাজার যুবক ইউডিসি থেকে আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করেছে।
• জনপ্রশাসন এবং জনগণের মধ্যে ইউডিসি মাধ্যমে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
• বিদেশে গমনেচ্ছুদের জন্য ইউডিসি মাধ্যমে জাতীয় ডাটাবেজ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS